
প্রকাশিত: Sat, May 25, 2024 1:48 PM আপডেট: Fri, May 9, 2025 6:49 PM
[১] রাফাহতে অবিলম্বে সামরিক অভিযান বন্ধে ইসরায়েলকে নির্দেশ আইসিজে’র
ইকবাল খান: [২] শুক্রবার আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) প্রধান নাওয়াফ সালাম বলেন, ‘ইসরায়েলকে অবশ্যই রাফাহতে সামরিক অভিযান বন্ধ করতে হবে।’ আইসিজে একই সঙ্গে মানবিক ক্রাণ পাঠানোর জন্যে রাফাহ বর্ডার ক্রসিং খুলে দেয়ার নির্দেশ দেন। সূত্র: আলজাজিরা
[৩] আইসিজেতে দক্ষিণ আফ্রিকা অভিযোগ করে যে গাজার দক্ষিণের রাফাহসহ সকল অঞ্চলে ‘অবিলম্বে’ ইসরায়েলি আগ্রাসন বন্ধ ও মানবিক ত্রাণ প্রবেশের অনুমতি দিতে হবে।
[৪] আইসিজে প্রধান নাওয়াফ সালাম তার রায়ে বলেছেন, মার্চে নির্দেশ দেওয়ার পর থেকে রাফাহ’র মানবিক পরিস্থিতির আরও অবনতি হয়েছে।
[৫] তদন্তের জন্য ও ফ্যাক্ট ফাইন্ডিং মিশনকে গাজায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশও দিয়েছেন রয়েছে আন্তর্জাতিক বিচার আদালত।
[৬] এসব নির্দেশ পালনের অগ্রগতি জানিয়ে ইসরায়েলকে এক মাসের মধ্যে আইসিজেতে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
[৭] ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালায় এবং প্রায় তিন শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে যায়।
[৮] তার প্রতিশোধ নিতে পাল্টা হামলা চালায় ইসরায়েল। ইসরায়েলের হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে।
[৯] সেই মামলায় শুক্রবার অন্তর্বতী আদেশ দিলেন আন্তর্জাতিক সম্প্রদায়ের শীর্ষ এ আদালত।
[১০] তবে ইসরায়েল আইসিজের সদস্য না হওয়ায় তারা রায় মানবে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।
[১১] তবে ফিলিস্তিন আইসিজের সদস্য। ফলে মামলায় পক্ষভুক্ত দেশ হিসেবে ইসরায়েলের ওপর আদালতের এখতিয়ার রয়েছে।
[১২] জানুয়ারিতে এই আদালত সর্বশেষ ইসরায়েলকে নির্দেশ দেয় এই যুদ্ধে গণহত্যা বন্ধ করতে। তবে যুদ্ধবিরতির নির্দেশনা দেওয়া থেকে বিরত থাকে আইসিজে।
[১৩] নাওয়াফ সালাম ২০২৪ সালের ৬ ফেব্রুয়ারি তিন বছর মেয়াদে আন্তর্জাতিক বিচার আদালতের(আইসিজে) প্রেসিডেন্ট নির্বাচিত হন। সূত্র: উইকিপিডিয়া
[১৪] মার্কিন যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইনে মাস্টার্স(এলএলএম) ডিগ্রিধারী নাওয়াম সালাম ২০০৭ সালের জুলাই থেকে ২০১৭ সালের ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘে লেবাননের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৫৩ সালের ১৫ ডিসেম্বর লেবাননের বৈরুতে জন্মগ্রহণ করেন।
আরও সংবাদ
[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের
[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক
[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল
[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস
[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
[১] বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলী সে দেশের অভ্যন্তরীণ বিষয়: ভারত

[১]ড. ইউনূসকে তারেক রহমানের কথায় না চলার অনুরোধ ভারতীয় সাংবাদিকের

[১]বাংলাদেশ পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব গভীরভাবে উদ্বিগ্ন: মুখপাত্র ডুজাররিক

[১]বাংলাদেশে চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধান চায় যুক্তরাষ্ট্র: বেদান্ত প্যাটেল

[১]স্বর্ণপদক জিতে অলিম্পিক সাঁতারে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ার টিটমাস

[১] গাজা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে কমলা হ্যারিস বললেন, যুদ্ধবিরতি চুক্তির সময় এসেছে
